বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভা দুবরাজপুরে

সন্তোষ পালঃ

দুবরাজপুর ব্লকের দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরে বার্ষিক পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয় আজ। এদিন বরানগর রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘপতি শ্রীমৎ স্বামী গোরানন্দ মহারাজের সভাপতিত্বেই অনুষ্ঠান শুরু হয়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, বিদ্যালয়ের সম্পাদক তথা দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক সেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সদাত্মানন্দ মহারাজ, বিদ্যালয়ে পরিচালন কমিটির সভাপতি চন্ডীদাস দত্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুপ্তি রায়, বর্তমান প্রধান শিক্ষিকা মিনি সাহা, দুবরাজপুর সারদা বিদ্যাপীঠেের প্রধান শিক্ষক শুভাশীষ চট্টরাজ সহ আরো অনেকে। ২০২২ শিক্ষা বর্ষে কৃতি পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।এছাড়াও ২০২২ সালে যুব সংসদ প্রতিযোগিতায় রাজ্যে প্রতিযোগিতার স্থান লাভ করে এই বিদ্যামন্দির। যে সমস্ত ছাত্রী অংশগ্রহণ করেছিল তাদেরও পুরস্কৃত করা হয়। স্থানীয় বিধায়ক অনুপ সাহা বলেন ডিজিটাল মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে একটি কেন্দ্রীয় সংস্থা রয়েছে তিনি সেই সংস্থা সুযোগ নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এদিন নেতাজী সুভাষচন্দ্র বসুকে যেমন শ্রদ্ধা জানানো হয় তেমনি দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের প্রাক্তন শীর্ষসেবক ব্রহ্মচারীর নিত্যচৈতন্য বা সত্যেন মহারাজের ৮১ তম জন্মদিনটিও স্মরণ করা হয়। অনুষ্ঠানটি কথায়, কবিতায়, নৃত্যে, সঙ্গীতে প্রাঞ্জল হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *