শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের নিয়ে আজ ২৩ জানুয়ারী সাড়ম্বরে ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ময়ূরেশ্বর হাইস্কুলের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়ূরেশ্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরিজিৎ গোস্বামী। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মন্ডল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। প্রথমেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান, মশাল নিয়ে মাঠ পরিক্রমা, ক্রীড়া পতাকা উত্তোলন, প্রতিযোগীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। উত্তোলিত হয় জাতীয় পতাকা সহ চক্র ও পঞ্চায়েত স্তরের ক্রীড়া পতাকা। দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড় জিমন্যাস্টিক এমন ৩৪ টি ইভেন্টে ২৩৮ জন প্রতিযোগিরা অংশগ্রহণ করে। সফল প্রতিযোগিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র। এদিন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দীনবন্ধু দাস। উল্লেখ্য, আগামী ২-৩ ফেব্রুয়ারি রামপুরহাট সংলগ্ন বিষ্ণুপুর রানী রসমঞ্জরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মহকুমা স্তরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।