শম্ভুনাথ সেনঃ
বোর্ডের পরীক্ষা কিংবা প্রবেশিকা পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দিতে পারে, তাঁদের উদ্দেশ্যে শুরু হয়েছে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি। ২০১৮ সাল থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি চালু করেন। মূলতঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে এই কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মত বিনিময় করেন। চলতি ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা পে চর্চা কর্মসূচির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত ডিসেম্বর মাস থেকে। আগামী ২৭ জানুয়ারি হবে মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অন্যতম অঙ্গ হিসেবে পরীক্ষার্থীদের পরীক্ষা ভীতি কাটিয়ে তাদের উৎসাহ দানের লক্ষ্যে সারাদেশে একই সময়ে আজ ২৩ জানুয়ারী ৫০ হাজার পড়ুয়া বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বেলা ১০-১২ টা এই দু’ঘণ্টা একই সময়ে সারা দেশে এই অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশের সঙ্গে বীরভূমেও আজ “সিউড়ি কেন্দ্রীয় বিদ্যালয়ে” এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ জেলার লাভপুর জওহর নবোদয় বিদ্যালয়, বোলপুর কেন্দ্রীয় বিদ্যালয়, সিউড়ি ইউ.পি পাবলিক স্কুল, সাঁইথিয়া গীতাঞ্জলি পাবলিক স্কুল এমন মোট ৮ টি বিদ্যালয়ের নবম-দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। কেন্দ্রীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত আচার্য দ্বীপায়ন সরকার এ তথ্য জানিয়েছেন। ছাত্রী অরুন্ধতী মিত্র, অঙ্কিতা মন্ডল, স্থিতিরুপা সাহা, ছাত্র অস্মিত রায়, অনিক ব্যানার্জিদের মত ১০০ জন প্রতিযোগীদের নিয়ে চলে আজ এই অঙ্কন প্রতিযোগিতা।