স্ট্রিংস্ এর সুরঝঙ্কার সিউড়ির রবীন্দ্রসদনে

দীপককুমার দাসঃ

২২ জানুয়ারী সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদন মুখরিত হলো শতাধিক গীটারিষ্টের সুরঝঙ্কারে। স্ট্রিংস্ এর ১২তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শতাধিক গিটারিস্ট একসঙ্গে যেমন মুগ্ধ করলো গীটারের সুমধুর ছন্দে, তেমনি একঝাঁক বিভিন্ন বয়সী গীটারিস্ট গীটার বাজিয়ে শোনালো নানা স্বাদের ২৪টি গান। এই সংস্থার কর্ণধার মিতুন ভট্টাচার্য ও তার ছাত্র ছাত্রীরা একে একে গীটার বাজিয়ে শোনালো একের পর এক জনপ্রিয় গান। অলবিদা, শ্রীভল্লি, পরমসুন্দরী, লকড়ী কি কাঠি, ফোক গান গীটারের সুমধুর সুরে ছুঁয়ে গেল শ্রোতাদের হৃদয়।ঝলমলে আলো, এল ই ডি স্কিন, গীটারের সাথে সমবেত সঙ্গীত আলাদা মাত্রা যোগ করেছিল এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানালো হলো বিশ্ব বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কে। শতাধিক গীটারে ধ্বণিত হলো কে কে এর পল পল। হল ভর্তি দর্শক মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এই গানে সঙ্গত দিলো শিল্পীদের। গীটারের সাড়ে তিন ঘণ্টা অনুষ্ঠানের পর মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করলো স্পেসব্যান্ড। রঙবাহারী আলো, ড্রাম, গীটার আর সুরের যাদুতে ব্যান্ডের গানে মাতোয়ারা হলো সিউড়ির রবীন্দ্র সদন। স্ট্রিংস্ এর কর্ণধার মিতুন ভট্টাচার্য বলেন, আজ শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। গীটারের অনুষ্ঠানের পর স্পেস ব্যান্ডের পারফরম্যান্স দিয়েই অনুষ্ঠান শেষ হয়। এদিনের এই অনুষ্ঠান ঘিরে দর্শকদের আগ্রহ ছিল যথেষ্টই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *