শম্ভুনাথ সেনঃ
২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিনটি সারা দেশে যথোচিত মর্যাদায় পালিত হয়। নেতাজির জন্মদিনটি ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করেছে। সারা দেশের সঙ্গে বীরভূমেও স্কুল, কলেজ, আদালত, ক্লাব সংগঠন, সরকারি প্রতিষ্ঠানে দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। জেলার সাঁইথিয়া ব্লকের আমোদপুরে নেতাজির জন্মদিনটি ঘিরে এবারও “নেতাজি সুভাষ মেলা-২০২৩” শুরু হয়েছে। মেলা বসেছে ব্লক সংলগ্ন “উদয়ণ মাঠে”। করোনার প্রকোপে বিগত দু’বছর এই মেলা অনুষ্ঠিত হয়নি। নেতাজি সুভাষ চন্দ্রের নামে জেলার আমোদপুরেই একমাত্র সরকারি ব্যবস্থাপনায় এই মেলা বসে। উল্লেখ্য, ১৯৬২ সালে এই নেতাজি সুভাষ মেলার সূচনা হয়। বিকিকিনির পাশাপাশি মেলার মঞ্চে প্রতিদিনই রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ জানুয়ারী এই মেলার উদ্বোধন করেন লাভপুরের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর সাংসদ অসিত মাল, স্থানীয় সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া বিডিও সৈকত বিশ্বাস, মেলা কমিটির সম্পাদক রাজেন্দ্রনাথ চন্দ্র প্রমুখ। এই গ্রামীণ মেলায় কৃষি, শিল্প, শিক্ষা, সুফল বাংলা, স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনীর স্টল রয়েছে। উল্লেখ্য, এই নেতাজি সুভাষ মেলার মঞ্চে এদিন বীরভূম ষড়যন্ত্র মামলায় অন্যতম দন্ডিত, বিপ্লবী, বীরভূমের গর্ব রজতভূষণ দত্তের স্মৃতিতে একটি মূল্যবান প্রামাণ্য গ্রন্থ প্রকাশিত হয়। সম্পাদনা করেন এই ব্লকেরই প্রাক্তন বিডিও উৎপল চক্রবর্তী। মেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই শেষ দিনেই এবারও নির্দিষ্ট স্থানে বাজি পোড়ানো উৎসব অনুষ্ঠিত হবে বলে মেলা কমিটির কোষাধ্যক্ষ নির্মলকুমার মণ্ডল জানিয়েছেন।