দ্বারোদঘাটনের মাধ্যমে সূচনা হলো সরস্বতী পূজার

বিপিন পালঃ

আগামীকাল ২৬ জানুয়ারী সরস্বতীপূজা। সারা জেলা জুড়ে চলছে সরস্বতীপূজার প্রস্তুতি পিছিয়ে নেই গ্রামের যুবকেরা। শহরের সাথে পাল্লা দিচ্ছে প্রতিমা, মন্ডপ শয্যা থেকে আলোর ঝলকানি। বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া গ্রামের শিবমন্দির গঙ্গেশ্বর সংঘের সরস্বতীপূজা ১০ বছরে পদার্পণ করলো। বিগত করোনাকালে সরকারি বিধিনিষেধের কথা মাথায় রেখে অনাড়ম্বর ভাবে সরস্বতীপূজা পালন করা হয়। এ বছর করোনাবিধি শিথিল হওয়ায় সকল রকম অনুষ্ঠান সহ আড়ম্বরভাবে পালন করা হবে সরস্বতীপূজা। গঙ্গেশ্বর সংঘের সরস্বতী পূজায় রয়েছে নানান বারোয়ারী প্রতিমা, পাটুনি সাজে হরিশ্চন্দ্রশৈবা, সতীর দেহত্যাগ, তারা মা সহ নানান মূর্তি। উদ্যেক্তারা জানান গ্রামের সকলের সাহায্যের উপর নির্ভর করে সরস্বতী পুজার আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় মন্দিরের দ্বারোদঘাটন করেন যৌথ ভাবে উপস্থিত বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন, সমাজসেবী তরুন তপন ব্যানার্জী, সমাজসেবিকা অসীমা ধীবর সহ গঙ্গেশ্বর সংঘের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *