সিউড়ির বেনীমাধব ইনষ্টিটিউশনের পুজোর থিমে সত্যজিৎ রায়, হারিয়ে যাওয়া গান

দীপককুমার দাসঃ

সিউড়িতে সরস্বতী পূজার এবারেও অন্যতম আকর্ষণ বেনীমাধব ইনষ্টিটিউশনের পুজো। সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাজানো হয়েছে থিম সজ্জা। প্রবেশপথের মাঝখান জুড়ে বিশালাকার এক বাউলকে দেখা যাচ্ছে একতারা হাতে গান গাইতে। আর তার চারপাশে অনেক একতারা দিয়ে সজ্জা সাজানো। সিঁড়ি বেয়ে উঠতেই চোখের সামনে দেখা যাচ্ছে ভূতের রাজাকে বর দিতে। আলো ও সাউন্ডে গুপী গাইন বাঘা বাইন এর সেই ভূতের রাজার বর দেওয়ার দৃশ্য অনবদ্য ভাবে ফুটে উঠেছে। প্রথম রুমে দেখা যাচ্ছে সত্যজিৎ রায় ক্যামেরার পিছনে। আর সামনে পথের পাঁচালীর অপু দূর্গার সেই ট্রেন দেখতে যাওয়ার দৃশ্য। দেওয়াল জুড়ে সত্যজিৎ রায়ের পরিচালিত বিখ্যাত সিনেমাগুলোর পোষ্টার। দ্বিতীয় রুমের মাঝখানে একটা পিয়ানো ও গ্রামোফোন। একদিকে লতা মঙ্গেশকর গান শোনাচ্ছেন সরস্বতীকে। এছাড়া দেওয়াল জুড়ে বাপ্পী লাহিড়ী, কেকে এর মুখাবয়ব। তৃতীয় রুমে হারিয়ে যাওয়া সামগ্রী। সেখানে রয়েছে বাহকের কাঁধে পালকি, মানুষে টানা রিক্সা, রেডিও, বায়োস্কোপ সহ নানা হারিয়ে যাওয়া জিনিস। আর দুটি সিঁড়ির সংযোগস্থলে দেবী সরস্বতী। প্রবেশ পথের কাছে বিদ্যালয় প্রাঙ্গণে থাকছে সেলফি জোনও। এই ইনষ্টিটিউশনের একাদশ শ্রেণীর ও প্রাক্তন ছাত্ররা এই থিম সজ্জা অনবদ্য ভাবে ফুটিয়ে তুলেছে। এই ইনষ্টিটিউশনের দুই ছাত্র সৌহার্দ্য ঘোষ ও রুদ্র সাহাদের আশা এই থিম সজ্জা দেখতে বহু মানুষের ভিড় হবে। পুজো উপলক্ষ্যে দুদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ও বিজ্ঞানের মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *