
সন্তোষ পালঃ
দুবরাজপুর শিক্ষা চক্রের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল আজ দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গন ময়দানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান তথা ক্রীড়া কমিটির সভাপতি পীযুষ পান্ডে, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলি, দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তথা ক্রীড়া কমিটির আহ্বায়ক সৈকত ঘোষ, জেলা কো-অর্ডিনেটর অরিন্দম বোস, বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান আফসানা বিবি, ক্রীড়া কমিটির দুই সম্পাদক রামতনু নায়ক এবং অনুপম গাঙ্গুলী সহ অন্যান্য শিক্ষকগণ, অতিথিবৃন্দ ও ছাত্র ছাত্রীরা। উদ্বোধক তথা জেলা প্রাথমিক সংসদের সভাপতি ড. প্রলয় নায়েক রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক কর্মসূচী তুলে ধরেন এবং বলেন খুব অল্প সময়ের মধ্যে খেলার আয়োজন করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। পৌরপ্রধান পীযূষ পান্ডে পতাকা উত্তোলন করে বলেন পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা জরুরী। শরীরচর্চার অন্যতম মাধ্যম খেলাধুলা তাই আজকে যারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে তারা আগামী দিনে আরো ভালো খেলোয়াড় হয়ে উঠুক। মশাল প্রজ্জ্বলন করেন উপ-পৌরপ্রধান মির্জা সৌকত আলী। তিনি পড়ূয়াদের শ্রী বৃদ্ধি ঘোষণা করেন। অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ বলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দুবরাজপুর শিক্ষাচক্রের বালিজুড়ি, লক্ষ্মীণারায়ণপুর, পারুলিয়া, চিনপাই, গোহালিয়াড়া–এই ৫টি পঞ্চায়েতের এবং দুবরাজপুর পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক পড়ুয়া ৩৪টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত অতিথিবৃন্দ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম স্থানাধিকারীরা মহকুমা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়াও সকল প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। ব্যবস্থাপনায় ছিল বালিজুড়ি পঞ্চায়েতের শিক্ষক-শিক্ষিকাগণ।

