
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকে “হেতমপুর” রাজ রাজাদের গ্রাম। এখনো এই মাটিতেই আজও সেই রাজ ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে ‘হেতমপুর রাজবাড়ী’। উল্লেখ্য, আজ থেকে ১২৫ বছর পূর্বে তৎকালীন রাজমাতা পদ্মসুন্দরী দেবী প্রতিষ্ঠিত তাঁর শ্বশুর মশায়ের নামাঙ্কিত “হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ” আজও রাজ আমলের স্বাক্ষ্য বহন করে চলেছে।১২৪০ বঙ্গাব্দে এই গ্রামে রাজা বিপ্রচরণ চক্রবর্তী প্রথম বাগদেবীর আরাধনায় সরস্বতী পুজো শুরু করেন। পরবর্তীতে রাজা রামরঞ্জন চক্রবর্তীর আমলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে শুরু হয় “সরস্বতী মেলা”। এবারও শতাব্দী প্রাচীন এই মেলা গত ২৬ জানুয়ারি, ২০২৩ সরস্বতী পূজার দিন মেলা শুরু হয়েছে। অতীতে এই মেলা হেতমপুরের রাজ পরিবার পক্ষ থেকে অনুষ্ঠিত হলেও বর্তমানে এই মেলা হেতমপুর গ্রাম পঞ্চায়েত পরিচালনা করে। গত দু’বছর পর করোনা অতিমারী কাটিয়ে আবার ছন্দে ফিরেছে হেতমপুরের সরস্বতী পূজা মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য প্রমুখ। এবছর মেলায় প্রচুর স্টল বসেছে। বিকি-কিনির পাশাপাশি পাশাপাশি ডাঃ শিবদাস মুখোপাধ্যায় মঞ্চে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামীকাল ৩০ জানুয়ারি এই মেলা শেষ হচ্ছে।
