শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় শ্রমিক শিক্ষা এবং বিকাশ বোর্ড দ্বারা পরিচালিত, বার্ডস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় এক দিনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয় বীরভূমের সিউড়ীতে। প্রশিক্ষণ দেন বিকাশ বোর্ডের এডুকেশন অফিসার প্রবীণ সেন। আজ ৩০ জানুয়ারী জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৫ তম মৃত্যুবার্ষিকী ও শহীদ দিবসকে লক্ষ্য রেখে বীরভূমের সদর সিউড়ির সাহিত্য পরিষদ সভাকক্ষে জেলার অন্ততঃ ১০০ জন অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিকদের নিয়েই হয় এই সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান। প্রথমেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কেন্দ্রীয় সরকারের ডিজিট্যাল লিটারিসি, ই-শ্রম, মান ধন যোজনা, সামাজিক সুরক্ষা প্রকল্প, মহিলাদের ক্ষমতায়ন ইত্যাদি নানা প্রকল্প সম্পর্কে মহিলাদের ওয়াকিবহাল করা হয়। যাতে এইসব মহিলারা আগামী দিনে স্ব-স্ব ক্ষেত্রে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যে এই অনুষ্ঠান বলে BIRDS নামে এই স্বেচ্ছাসেবী সংস্থার সেক্রেটারি সব্যসাচী মুখার্জি জানিয়েছেন।