শম্ভুনাথ সেনঃ
প্রায় এক বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুকে মা বাবার হাতে তুলে দিল বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বীরভূমের সাঁইথিয়া আদিবাসী পল্লীর এলাকা থেকে এই শিশুটি নিখোঁজ হয়। পরে পুলিশ ও চাইল্ড লাইনের সহায়তায় এই শিশুটিকে একটি হোমে রাখা হয়। বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তৎপরতায় শেষ পর্যন্ত শিশুটির মা-বাবার সন্ধান মেলে। শিশুটিকে শনাক্ত করার পর আজ তাদের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির মা তার হারিয়ে যাওয়া শিশুকে পেয়ে খুশি ব্যক্ত করেন। ধন্যবাদ জানিয়েছেন বীরভূম জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষের সচিব তথা বিচারক মহম্মদ রুকনুদ্দিন সাহেব এই ঘটনার বিস্তারিত জানিয়েছেন।