খয়রাশোলের শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা

বিপিন পাল

বীরভূম জেলার লোকপুর থানার শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল (২০২১-২০২২) পর্য্যন্ত যে বার্ষিক সাংস্লকৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল ৯ এপ্রিল শনিবার, তার চূড়ান্ত প্রতিযোগিতা মঞ্চস্থ হলো। প্রতিযোগিতায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। রবীন্দ্রসংগীত, লোকসংগীত, আবৃতি, নৃত্য, বিতর্কসভা, প্রবন্ধ রচনা, তাৎক্ষণিক বক্তৃতা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নয়টি বিভাগের অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা ক্রীড়া উন্নয়ন পর্ষদের সহ সভাপতি সুদীপ্ত ঘোষ, খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ভাস্বতী ঘোষ, বিশিষ্ট অধ্যাপক তথা সমাজসেবী দেবব্রত সাহা, বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী কাঞ্চন অধিকারী, আব্দুর রহমান, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সমাজসেবী উৎপল ব্যানার্জী, সেখ জয়নাল, প্রদীপ মন্ডল, শ্রীমন্ত মুখার্জী, কাঞ্চন দে সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষাকর্মী ছাড়াও ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, পুরস্কার বিতরন মঞ্চে উপস্থিত সকল গুনীজনদের বরণ করে নেওয়া হয়। মঞ্চ সঞ্চালনা করেন সাংস্কৃতিক কমিটির কনভেনর অধ্যাপক অজয় সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *