বিপিন পাল
বীরভূম জেলার খয়রাশোল থানার কৃষ্ণপুর বড়জোড় গ্রামের পূর্বপ্রান্তে ইং ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল পবন নন্দন হনুমানজীর মন্দির এবং হনুমানজীর মূর্তি। প্রতিষ্ঠাকাল থেকে প্রত্যেক বছর রামনবমী তিথিতে মহাসমারোহে পালিত হয় রামনবমী উৎসব।তদনুরুপ এ বছরও সারারাত্রি ধরে চলে অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন, পুজা, হোম যজ্ঞ।পুজা পাঠ শেষে প্রায় তিন হাজার ভক্তদের মধ্যে পেটপুরে খিচুড়ি, পায়স, বোঁদে সহ সুমিষ্ট প্রসাদ বিতরন করা হয়। অন্যান্য বছর প্রসাদ বিতরন শেষে বাউল গানের আসর বসলেও এ বছর আর্থিক সংকটের জন্য কোনো রকম বাউল বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসেনি।পুজো দিতে আসা প্রচুর ভক্তদের এবং সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে খয়রাশোল থানা পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অপ্রীতিকর ঘটনা এড়াতে খয়রাশোল থানার ও.সি. সঞ্চয়ন ব্যানার্জীও আসেন পুজো মন্ডপ পরিদর্শনে। এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন, কেন্দগড়ে গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান গনেশ আচার্য্য সহ পুজো কমিটির সদস্যরা।