শম্ভুনাথ সেনঃ
সময়ের যতিচিহ্নে বীরভূমের বেড়গ্রাম পল্লী সেবানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. মলয় মণ্ডল আজ ৩১ জানুয়ারী অবসর নেন। তাঁর কর্মজীবনের শেষ দিনটি স্মরণীয় করতে একটি অন্য ভাবনায় “বিদায়কালীন অনুষ্ঠান” (fare well) উদযাপিত হয়। মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচানোর লক্ষ্যে এই বিদায়ের দিনে বিদায়ী শিক্ষকের উদ্যোগে বিদ্যালয়ে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয়ের বর্তমান তিন জন শিক্ষক এবং একজন শিক্ষিকা সহ প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শিক্ষা অনুরাগী অভিভাবক মিলে মোট ৬৫ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সরকারী শংসাপত্র। বোলপুর মহকুমা সিয়ান ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এই রক্ত সংগ্রহ করে। অবসর জীবনের শেষ দিনে ভারাক্রান্ত হৃদয়ে মলয়বাবু তাঁর শিক্ষকতা জীবনের নানা কথা ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন। বিদ্যালয় কর্তৃপক্ষ মলয়বাবুর হাতে তুলে দেন প্রশংসাপত্র সহ নানা পুরস্কার।