বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের দক্ষিণগ্রামে প্রভু কৈলাসপতির ১০৬ তম তিরোধান দিবস স্মরণে মহোৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের অন্যতম পূণ্যভূমি দক্ষিণগ্রামে আজ ১৬ মাঘ প্রভু কৈলাসপতির ১০৬ তম তিরোধান দিবস উপলক্ষে উদযাপিত হচ্ছে স্মরণ- মহোৎসব। এই উপলক্ষে কৈলাসপতির প্রতিকৃতি নিয়ে সকাল থেকেই ভক্ত-পুণ্যার্থীদের একটি শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। বসেছে একটি গ্রামীণ মেলা। উল্লেখ্য, ১৩২৪ সনের ১৬ মাঘ প্রভু কৈলাসপতি তার প্রধান শিষ্য শ্রী শ্রী গোসাঞীচাঁদের কোলে মস্তক রেখে ভবলীলা সাঙ্গ করেন। রেখে যান অগণিত ভক্ত শিষ্য ও ঝোলা চিমটা। সেই ঝোলা চিমটা আজও আশ্রমে সংরক্ষিত আছে। প্রতি বৎসর এই দিনেই ঐ চিমটা বের করা হয়। ওই চিমটা মস্তকে স্পর্শ এবং কৈলাসপতির আশীর্বাদের আশায় অগণিত ভক্ত-শিষ্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আজ এই মহোৎসবে অগণিত ভক্তের উপস্থিতিতে আশ্রমে শুরু হয়েছে নাম সংকীর্তন। অন্ততঃ দশ হাজার ভক্ত একসঙ্গে আজ মহাপ্রসাদ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *