শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের “হেতমপুর সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে আজ ১ ফেব্রুয়ারি একটি নবনির্মিত উপাসনালয়ের উদ্বোধন হয়। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্মমহোৎসব। এদিন সকাল থেকেই নহবতের সুর, উষাকীর্তন, সমবেত প্রার্থনা, ভোগ নিবেদন, ঠাকুরের বাণী পাঠ, মাতৃ সম্মেলন, সঙ্গীতাঞ্জলী নিবেদিত হয়। হাজার হাজার ভক্ত-শিষ্যের উপস্থিতিতে “বন্দে পুরুষোত্তম” ধ্বনিতে মুখরিত হয় এলাকার আকাশ-বাতাস। আলোচিত হয় ঠাকুরের জীবন কথা। দুপুরে অন্ততঃ ১২ হাজার ভক্ত-শিষ্য এক সংগে কিশোরান্ন ও পরমান্ন গ্রহণ করেন। বীরভূম জেলা সৎসঙ্গের ঋত্বিক, সভাপতি অনিল চক্রবর্তী জানান যথাশীঘ্র এই হেতমপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির গড়ে উঠবে। এদিন ধর্ম আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সৎসঙ্গের ঋত্বিক, সভাপতি অনিল চক্রবর্তী, আমোদপুর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের শাশ্বত সুন্দর মন্ডল, ঝাড়খন্ড থেকে আগত ঋত্বিক সদানন্দ প্রসাদ, সমীরন মণ্ডল প্রমুখ। উল্লেখ্য, ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরোধা পুরুষ। তাঁর মন্ত্রে দীক্ষিত হয়ে লক্ষ লক্ষ ভক্ত ছড়িয়ে রয়েছে দেশ-বিদেশে। এদিন হেতমপুর নব নির্মিত উপাসনালয় উদ্বোধন উপলক্ষ্যে ভক্তদের মধ্যে ছিল আলাদা উৎসাহ উদ্দীপনা। বহু শিষ্য এদিন দীক্ষা গ্রহণ করেন। ঠাকুরের অনুরাগী ভক্ত প্রমোদ মন্ডলের সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সৎসঙ্গ পরিবারের সদস্য অচিন্ত্যকুমার সিংহ।