সন্তোষ পালঃ
দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল আজ সারদা ময়দানে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, বিদ্যালয় পরিচালন সমিতি সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, পরিচালন সমিতির সভাপতি তথা শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্ডীদাস দত্ত, পরিচালন সমিতির সদস্যা অনিমা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহাসহ অন্যান্য শিক্ষিকাগণ।শুরুতেই দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে বলেন দুবরাজপুর সারদেশ্বরী বিদ্যামন্দির রাজ্যের বুকে একটি জায়গা করে নিয়েছে, পড়াশোনার পাশাপাশি খেলার অঙ্গনে ছাত্রীরা নজির সৃষ্টি করছে আগামী দিনের তারা আরো উন্নতি করুক। বিদ্যালয়ের সম্পাদক তথা রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন ১৪ টি ইভেন্টে দুই শতাধিক ছাত্রী অংশ গ্রহণ করে ক্রীড়া প্রতিযোগিতায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহা বলেন বর্তমানে বিদ্যালয়ের কোন ক্রীড়া শিক্ষিকা নেই অন্যান্য শিক্ষিকাদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হচ্ছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষিকাগণ।