শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের এক প্রত্যন্ত এলাকায় “যাত্রা” গ্রামে ‘খোদেজা খাতুন’এই মহীয়সী নারীর নামে উচ্চ বিদ্যালয়। তাঁরই অর্থ সহায়তায় ভূমিদাতা সৈয়দ আবুল আনসারের দানকৃত জমিতে প্রথম এই বিদ্যালয় গড়ে ওঠে। আজ ২ ফেব্রুয়ারি সেই “যাত্রা খোদেজা খাতুন উচ্চবিদ্যালয়”এর ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন স্বর্গীয় খোদেজা খাতুনের উত্তরসূরী নজরুল আহসান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। সিউড়ি বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমেই বিদ্যালয়ের পথ চলার ইতিহাস তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে। উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মহিম, সভাপতি সাহাবুদ্দিন খান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং এলাকার শিক্ষা শিক্ষানুরাগী মানুষজন। উপস্থিত ছাত্র-ছাত্রীরা তাদের সাংস্কৃতিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী সাড়ম্বরে উদযাপন করে।