শম্ভুনাথ সেনঃ
আজ ৩ ফেব্রুয়ারি প্রভু নিত্যানন্দের ৫৫০ তম আবির্ভাব তিথি উৎসব। দেশ-বিদেশের ভক্ত-পুণ্যার্থীরা ছুটে এসেছেন বীরভূমের বীরচন্দ্রপুরে। উল্লেখ্য, বীরভূমের পর্যটন মানচিত্রে একটি বৈষ্ণব তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত “বীরচন্দ্রপুর” ‘নিতাই বাড়ি’। আজ থেকে ৫৫০ বছর পূর্বে এমন এক মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে এই গ্রামেই জন্মেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর অহিংস আন্দোলনের পুরোধা পুরুষ ‘নিত্যানন্দ প্রভু’। পরবর্তীতে প্রভুর পৈতৃক বাড়িটি “নিত্যানন্দ জন্মস্থান আশ্রম” তথা ‘নিতাই বাড়ি’ রূপে সারা পৃথিবীর বৈষ্ণব সমাজের কাছে সমাদৃত হয়েছে। প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি উৎসব ঘিরে বীরচন্দ্রপুর এখন উৎসবে মাতোয়ারা। প্রভুর জন্মলীলা স্মরণ, পূজা-পাঠ, নাম সংকীর্তন, হাজার হাজার পূর্ণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে “নিত্যানন্দ ত্রয়োদশী”! প্রভুর আবির্ভাব তিথি স্মরণীয় করতে সন্ধ্যায় ৫৫০ মাটির প্রদীপ জ্বালানো হয়। মঠের অধ্যক্ষ নরোত্তম দাস বীরভূমের সেরা সাপ্তাহিকী “নয়াপ্রজন্ম’কে জানিয়েছেন প্রভু নিত্যানন্দের লীলা কথা! উৎসব উপলক্ষে ক’দিন ধরেই বসেছে গ্রামীণ মেলা। ইসকন মন্দিরেও নেমেছে ভক্তের ঢল।