
সেখ রিয়াজুদ্দিনঃ

বোলপুর এলাকার মধ্যে চলছে যেন শনির দশা। নতুনভাবে চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস বোলপুরে।সংস্থার বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ। শহর এলাকায় দেড় শতাধিক যুবকের কাছ থেকে শেয়ার মার্কেটের নামে তথা প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহের পরেই দেউলিয়া ঘোষণা করে সংস্থা৷ টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে সংস্থার কর্নধার শুভ্রায়ন শীল নামে এক যুবককে আটক করে বোলপুর থানার পুলিশ। বীরভূমের বোলপুরে গোরু পাচার মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তদন্তের জেরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বিচারবিভাগ হেফাজতে বর্তমান। সেইসাথে কয়লা পাচার মামলাতেও যোগ রয়েছে বীরভূমের, এমনকি লটারির টিকিট কেলেঙ্কারির যোগও সামনে এসেছে। সেই সমস্ত ঘটনার জের মিটতে না মিটতেই নতুন চিটফাণ্ড সংস্থার পর্দা ফাঁস নিয়ে সরগরম বোলপুর৷ জানা যায়, ‘এস এস কনসালটেন্সি’ নামক একটি বেসরকারি সংস্থা শেয়ার বাজারে সুদে টাকা লগ্নির নামে কোটি কোটি টাকা বাজার থেকে তোলার অভিযোগ উঠেছে। পরে সেই টাকা আত্মসাৎ করে দেউলিয়া ঘোষণা করে দিয়ে গা ঢাকা দেয় সংস্থার কর্তৃপক্ষ।বিগত প্রায় ৩ মাস পর উক্ত সংস্থার কর্নধার শুভ্রায়ন শীল নামে ওই যুবককে খুঁজে পায় লগ্নিকারীরা৷ অভিযোগ, বোলপুর শহর সহ আশেপাশের এলাকা থেকে প্রায় ১৫০ জন যুবসম্প্রদায়ের কাছ থেকে প্রলোভন দেখিয়ে এই টাকা নিয়েছে ওই সংস্থা। সুদ দেওয়ার নাম করে দুই লক্ষ থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে একেকজনের কাছে। এই ভাবে প্রায় ৩০ কোটি টাকা তুলে আত্মসাত করার অভিযোগ। জানা যায় যে, বোলপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্রায়ন শীল। খবর পেয়ে তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় লগ্নিকারীরা৷ অভিযোগ পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং চিটফাণ্ড সংস্থার কর্নধার ওই যুবককে আটক করে৷ ধৃত যুবক বলেন, “আমি একটা কোম্পানি খুলেছিলাম, সেটাতে লস হয়েছে৷ তবে আমি ওদের কাছে সময় চেয়েছিলাম৷ টাকা ফিরিয়ে দেব বলে।” লগ্নিকারীদের মধ্যে তৌসিফ উদ্দিন, মানবেন্দ্র ধর বলেন, “আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল সুদ সহ ফেরৎ দেবে বলে। বোলপুরের শতাধিক ছেলে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। পরে সেই টাকা না দিয়ে পালিয়ে যায়৷ খাবার ডেলিভারি বয়ের মারফৎ ওর লুকিয়ে থাকার সন্ধান পাই৷ ৩০ কোটি টাকার বেশি লুঠ করেছে৷ আমরা চাই পুলিশ তদন্ত করে দেখেশুনে ব্যবস্থা নিক এবং আমাদের টাকা আদায় করে দিক, এটাই আবেদন।”