সন্তোষ পালঃ
বীরভূম জেলার সিউড়ি তথা সদর মহকুমার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী ,শিক্ষক-শিক্ষিকা অভিভাবক -অভিভাবিকা আয়োজক এবং অতিথিবৃন্দের উপস্থিতিতে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গন মিলন মেলা হয়ে ওঠে আজ। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক, সদর মহকুমা ক্রীড়া কমিটির সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য তথা দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান ও অনুষ্ঠানের সভাপতি পীযূষ পান্ডে, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদি, দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর থানার ও সি আফরোজ হোসেন, জেলা স্পোর্টস কো-অর্ডিনেটর অরিন্দম বোস, দুবরাজপুর পৌরসভার উপ-পৌরপ্রধান মির্জা সৌকত আলি, দুবরাজপুর আই সি ডি এস এর চেয়ারম্যান ভোলানাথ মিত্র, ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ এবং দুবরাজপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌরীশ চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, বিভিন্ন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সহ আরো অনেকে। প্রতিযোগিতা শুরু হওয়ার প্রাক্ মুহূর্তে দুবরাজপুর সারদা ময়দান থেকে একটি বাইক র্যালির মধ্য দিয়ে ডেঙ্গু, বৃক্ষরোপণ সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়, পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য রণপা নৃত্যের আয়োজন করা হয়। মহকুমা ক্রীড়া কমিটির পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ খেলাধুলার প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন।সদর মহকুমার অন্তর্গত ১২টি শিক্ষা চক্রের চার শতাধিক ছাত্র- ছাত্রী ৩৪ টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ৬ এবং ৭ই ফেব্রুয়ারি বোলপুরে জেলা স্তরে অংশগ্রহণ করবে। সদর ক্রীড়া কমিটির অন্যতম সদস্য তথা শিক্ষক রামতনু নায়ক বলেন সদর মহকুমা ক্রীড়া কমিটির সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর ভাবে মহকুমা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুসম্পন্ন হলো।