সাঁইথিয়া কলেজে এন সি সি প্রশিক্ষণ শিবির

বিজয়কুমার দাসঃ

সাঁইথিয়া অভেদানন্দ কলেজে সমর শিক্ষার্থী বাহিনীর সপ্তাহব্যাপী শিবিরের সূচনা হয়েছে ১ ফেব্রুয়ারি। শিবির চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শিবির উদবোধনের পর্বে উপস্থিত ছিলেন এন সি সি বাহিনীর কম্যান্ডার বিক্রমজিৎ সিং রায়ার সহ কলেজের অধ্যক্ষ ড : গৌতম সেন, কলেজ পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা প্রমুখ। ফিফটিন বেনগল ব্যাটেলিয়ানের এই শিবিরে জেলার ৬ টি কলেজ ও ৯ টি বিদ্যালয়ের ৩০০ জন এন সি সি ক্যাডেট শিবিরে অংশগ্রহণ করেছে। শিবির সূত্রে জানা গেছে, অবিলম্বে এন সি সি ক্যাডেটদের এ বি সি সার্টিফিকেটের পরীক্ষা হবে। তাই এই শিবিরে শিক্ষার্থীদের রাইফেলের ব্যবহার, ফায়ারিং, মার্চ পাস্ট ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে ১১৬ জন মহিলা ক্যাডেট ও ১৮৪ জন পুরুষ ক্যাডেট প্রশিক্ষণ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *