ভিআইপির সাথে নিজস্বী ও চিকিৎসা নিয়ে ব্যস্ততার জেরে দূর্ঘটনাগ্রস্ত সাধারণ ব্যক্তির অবহেলায় মৃত্যুর অভিযোগ, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিনঃ

পথ দূর্ঘটনায় গুরুতরভাবে জখম ব্যক্তি চিকিৎসা পরিষেবা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। বিবরণে প্রকাশ, ৩ ফেব্রুয়ারী সন্ধ্যে সাতটা নাগাদ মল্লারপুর থানার কামরাঘাট রাস্তার উপর খরাসিনপুরের কাছে ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়ে স্থানীয় থানার মাঝারিপাড়া এলাকার বাসিন্দা জামিরুল শেখ। দূর্ঘটনাগ্রস্ত যুবককে তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সঠিকভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়নি বলে পরিবারের অভিযোগ। তাদের আরো অভিযোগ যে, সেই সময়ে বিধায়ক তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়ের পাঁচ জন নিরাপত্তারক্ষী দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তাদেরকে ও সেই মুহুর্তে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য এবং ভর্তি করা হয়। জখম নিরাপত্তা রক্ষীদের নিয়ে ব্যস্ত হয়ে ওঠে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল। এমনকি অনেকেই তাদের সাথে নিজস্বী তুলতে ব্যস্ত হয়ে পড়ে, চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ও সেখানে অনেকেই ঝাঁপিয়ে পড়েন। কিন্তু অন্যদিকে ও গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ যুবক জামিরুল শেখের সে অর্থে কোন চিকিৎসাই হয়নি, সেরকমই অভিযোগ তুলেছেন মৃত জামিরুল শেখের পরিবার-পরিজন। চিকিৎসার গাফিলতি হওয়ায় ভোররাতে মৃত্যু হয় জামিরুল শেখের। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। মৃতের পরিবারের লোকজন জানান যে মারা গেছে তাকে হয়তো ফিরে পাবোনা কিন্তু পরবর্তীতে সাধারণ মানুষজন চিকিৎসার গাফিলতিতে যেন মারা না যান তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও তাদের আশ্বস্ত করে বলেন যে, সর্বস্তরের জনগণের জন্য চিকিৎসা পরিষেবা কেন্দ্র, যদি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে কোন গাফিলতি হয়ে থাকে এবং তদন্তে উঠে এলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *