দীপক কুমার দাস
মহঃবাজার ব্লকের ভুতুরা পঞ্চায়েতের শংকরপুরে বজরংবলী সেবা সমিতির উদ্যোগে শনিবার থেকে শংকরপুর হনুমান মন্দিরে শুরু হলো শ্রী শ্রী রামনবমী উৎসব। শনিবার সন্ধ্যায় এবারের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জাতীয় সড়ক সংলগ্ন শংকরপুর হনুমান মন্দির সাজানো হয় সুন্দর আলোকসজ্জা দিয়ে। নির্মীয়মান মন্দিরের চূড়ার অংশের কাজ সম্পন্ন করা হয় এই উৎসবকে সামনে রেখে। এই কমিটির সম্পাদক শিবপ্রসাদ দাঁ জানান, এবারে তিনদিন ধরে রামনবমী উৎসবের আয়োজন করা হয়েছে। বৈদিক হোমযঞ্জ, ভূমা পত্রিকা প্রকাশ, রামায়ণ গান, পূজোপাঠ, কীর্তন ও বাউল গানের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে এলাকার মানুষের যথেষ্ট উৎসাহ রয়েছে।