পলিটব্যুরোর সদস্য হলেন ডাঃ রামচন্দ্র ডোম

দীপক কুমার দাস

পলিটব্যুরোতে স্হান পেলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম। কেরালার কুন্নুরে ই. কে. নাইনার নগরে গত ৬ই এপ্রিল থেকে ১০ই এপ্রিল পর্যন্ত হয়ে গেল সিপিএমের ২৩তম পার্টি কংগ্রেস। সেখানে ঘোষিত ১৭ জনের পলিটব্যুরোরতে এবার তিনটি নতুন মুখ। এই ১৭ জনের পলিটব্যুরোতে স্হান পেয়েছেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, পিনারাই বিজয়ন, কোদিয়ারী বালাকৃষ্ণণ, বৃন্দা কারাত, মানিক সরকার, মহঃ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বিভি রাঘাবানু, তপন সেন, নীলোৎপল বসু, এম.এ. বেবি, জি রামাকৃষ্ণণ, সুভাষিণী আলি, ডাঃ রামচন্দ্র ডোম, অশোক ধোয়ালে ও এ. বিজয়ারাঘবন। ডাঃ রামচন্দ্র ডোম সাতবারের সাংসদ। বীরভূম লোকসভা কেন্দ্র থেকে ছয়বার জয়লাভ করেন এবং বোলপুর লোকসভা কেন্দ্র থেকে একবার জয়লাভ করেন। ১৯৮৯, ১৯৯২, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ সালে তিনি বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। ২০০৯ সালে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। বীরভূমের ভুমিপুত্র ডাঃ রামচন্দ্র ডোমের জন্ম মহঃবাজার পঞ্চায়েতের চিল্লাগ্রামে। পলিটব্যুরোতে এবার স্হান পেলেন ডাঃ রামচন্দ্র ডোম। সীতারাম ইয়েচুরি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *