দীপককুমার দাসঃ
বুধবার মহঃবাজার গভঃ স্পনসর্ড পিটিটিআই কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। বেলা ১১টা নাগাদ মশাল দৌড়ের মাধ্যমে ও পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মহঃবাজার থানার ওসি তপাই বিশ্বাস, এই কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, গর্ভনিং বডির সদস্য তথা অতুল ভাবিনী প্রাইমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী প্রসাদ দত্ত, এই কলেজের প্রাক্তন ক্রীড়া শিক্ষক সুশান্ত রায় প্রমুখ। ছাত্রদের ১০০মিটার দৌড় প্রতিযোগিতা দিয়ে প্রতিযোগিতা মূলক ইভেন্ট শুরু হয়। ১০০মিটার দৌড়, শর্টপাট থ্রো, ডিসকাস থ্রো, মুরগী লড়াই, লং জাম্প, মিউজিক্যাল চেয়ার ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় এই কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেয়। প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। মহঃবাজার গভঃ স্পনসর্ড প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস বলেন, আজ এই কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মোট ১৭টি ইভেন্টে ৮০জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে। সারাবছর এই দিনটার জন্য ছাত্র ছাত্রীরা অপেক্ষা করে থাকে।