উত্তম মণ্ডলঃ
সরকার একা পারে না, তাই মানুষের উন্নয়ন ঘটাতে মানুষের হাত ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এরফলে উপকৃত হোন উপভোক্তা, পিছিয়ে পড়া মানুষ যুক্ত হোন সমাজের মূল স্রোতে। কৃষি, শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগ এবং তা থেকে মুক্তির উপায় খুঁজতে আজ এমনই এক কর্মশালা আয়োজিত হলো বীরভূমের জেলা সদর সিউড়িতে। সিউড়ির অভিজাত হোটেল বিকুয়েস্ট ইন্”-এর সভাকক্ষে “রাজারহাট প্রসারী” আয়োজিত এই কর্মশালায় হাজির ছিলেন জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, সদস্য-সদস্যগণ, শিক্ষক, সাংবাদিক থেকে বিভিন্ন স্তরের মানুষ। সকাল সাড়ে ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই কর্মশালা। দুপুরে ছিল মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। আলোচনায় উঠে আসে আগামীদিনে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজকর্মের রূপরেখা। পাশাপাশি মানুষের উন্নয়নের জন্য কাজ করতে গেলে বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয়ের বিষয়টিও গুরুত্ব পায়।