সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার রাজনগর ব্লকের গাইসারা শরীফে বোখারী বাবা মাজার শরীফ ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলার হাসপাতাল গুলিতে রক্তের ঘাটতি মেটাবার উদ্দেশ্যেই ট্রাস্টের তরফে এই উদ্যোগ। রক্তদান শিবিরে ট্রাস্টের ভক্ত অনুরাগীদের মধ্যে ৪৫ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বোখারী বাবা মাজার শরীফ ট্রাস্টের কর্নধার সৈয়দ সাইফুল হোসেন বোখারী। এছাড়াও শিবির পরিদর্শন করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ সুকুমার সাধু, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায়, সমাজসেবী সৌমিত্র সিংহ, সেখ নাজু, সেখ কাবুল সহ অন্যান্যরা। উল্লেখ্য এদিন উর্সে বোখারী উপলক্ষে মাজার শরীফে গোসল, সান্দাল চড়ানোর মাধ্যমে শুভসূচনা করা হয়। একান্ত সাক্ষাৎকারে খানকাহ এ বোখারিয়া গাইসাড়া শরীফের গদ্দিনসীন সৈয়দ মহম্মদ সাইফুল হোসেন বোখারী উরস উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মিলাদ মেহফিল, কোরআন তেলাওয়াত, দোয়া খয়ের, চাদরপসী এবং ধর্মীয় জলসা সহ বিভিন্ন কর্মসূচির কথা ব্যক্ত করেন।