শম্ভুনাথ সেনঃ
অতি সম্প্রতি প্রয়াত হয়েছেন বীরভূমের বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী দুর্গেশ গিরি মহারাজ। কিন্তু মহারাজের স্বপ্নপূরণে তার কাজের ধারাকে ধরে রেখেছেন অগণিত ভক্ত-শিষ্য! এই মহারাজ সারা জীবন মানব সেবার কাজে নিযুক্ত করেছিলেন নিজেকে। গত এক দশক ধরে এই বক্রেশ্বরে তিনি দুঃস্থ মানুষের জন্য অন্নসেবা প্রকল্প, বিনামূল্যে স্থানীয় শিশুদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা ও সাহিত্য চর্চা সহ স্বাস্থ্য পরিষেবা এমন একাধিক সমাজ কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেছিলেন। তাঁর স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ ১২ ফেব্রুয়ারি বক্রেশ্বর বানপ্রস্থ আশ্রমে উত্তম গিরি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ২৫ জন মানুষ এদিন এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। এদিন চিকিৎসা পরিষেবা দেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ অর্ণব কবিরাজ। এছাড়াও ছিলেন আশ্রমের গুণমুগ্ধ তৃপ্তি বাজপেয়ী, সবিতা ঠাকুর, বিশ্বনাথ কুণ্ডু, অন্যান্য সদস্যরা।