দীপককুমার দাসঃ
মহঃবাজারের টুরকু হাঁসদা স্মৃতি শতবার্ষিকী ভবনে রবিবার অনুষ্ঠিত হলো অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রথম জেলা সম্মেলন। ইতিমধ্যেই এই রাজ্যের বিভিন্ন জেলায় ড্রাইভারদের এই সংগঠন তৈরি হয়েছে। বীরভূম জেলায় এই সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হলো এই সংগঠনের পথ চলা। বীরভূম জেলার প্রায় তিন হাজার ড্রাইভার যুক্ত হয়েছেন এই সংগঠনের সাথে বলে উদ্যোক্তাদের দাবি। ড্রাইভার দিবস পালন, ড্রাইভারদের প্রাপ্য সম্মান প্রদান, অকারণে পুলিশি হেনস্থা বন্ধ, দূর্ঘটনায় ড্রাইভারদের নিহত বা আহত হলে তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি সহ মোট ২৯টি দাবিতে কাজ করবে এই সংগঠন বলে জানান অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বীরভূম জেলা সভাপতি তন্ময় সাহা। এদিন এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সংগঠনের ঝাড়খণ্ডের সভাপতি অবতার সিং, পূর্ব বর্ধমান জেলার সভাপতি আজাহার মন্ডল, বীরভূম জেলা সভাপতি তন্ময় সাহা,সহ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিন প্রায় তিন শতাধিক গাড়ি চালক উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ড্রাইভারদের কল্যাণে এই সংগঠন কিভাবে কাজ করবে, বিভিন্ন দাবি আদায়ে সচেষ্ট হবে সেটা তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। এদিন ড্রাইভারদের এই মঞ্চ থেকে মালা পড়িয়ে ও ব্যাজ পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়।