সেখ ওলি মহম্মদ
গোটা দেশজুড়ে আজ রবিবার পালন করা হচ্ছে রাম নবমী। চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় রাম নবমী। প্রচলিত বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। চৈত্র নবরাত্রির শেষ দিনে রাম নবমী পালিত হয়। বিগত দু’বছর করোনা অতিমারীর পর আজ রবিবার বীরভূম জেলার দুবরাজপুরের জয় শ্রী রাম সেবা সমিতির পক্ষ থেকে সাড়ম্বরে পালিত হল রাম নবমী। এদিন দুবরাজপুরে রাম সীতা মন্দিরে পূজার্চনা ও হোমযজ্ঞ করার পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা রাম সীতা মন্দির থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করে পন্ডিতপুরে শেষ হয়। তারপর পুনরায় সেখান থেকে রাম সীতা মন্দিরে ফিরে আসেন রাম ভক্তরা। জয় শ্রী রাম সেবা সমিতির পক্ষ থেকে প্রত্যেককে প্রসাদ বিতরণ করা হয়। এদিন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কাউন্সিলার সাগর কুন্ডু সহ রামভক্তরা। জয় শ্রী রাম সেবা সমিতির সভাপতি দেবজ্যোতি সিংহ জানান, করোনা অতিমারী কাটিয়ে দুবছর পর আমরা রাম নবমী উপলক্ষে শোভাযাত্রা করতে পেরেছি। আমরা সবার সাহায্য পেয়েছি। এই শোভাযাত্রায় সমস্ত শ্রেনির মানুষ যোগদান করেছে। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে জানান, ভগবান রাম হচ্ছে আমাদের আরাধ্য দেবতা। রামচন্দ্র আমাদের মাথায় থাকবে, বুকে থাকবে। কিন্তু এক শ্রেনির মানুষ রাজনৈতিক স্বার্থে তাঁকে রাস্তায় নামিয়ে দিচ্ছেন। যদিও বা এটা ঠিক নয়। অন্যদিকে, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমরা রাম নবমী উপলক্ষে দুবরাজপুরে প্রচুর জনসমাগম দেখছি। পাশাপাশি এই তীব্র গরমেও যুবকদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল।