৪২৫০ টি মামলার নিষ্পত্তি বীরভূম জেলা লোক আদালতে

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় শনিবার। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ (NALSA), নয়াদিল্লির নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় এই লোক আদালত। ২০২৩ সালের প্রথম জাতীয় লোক আদালত বসে বীরভূমের তিন মহকুমা যথা সিউড়ি, রামপুরহাট এবং বোলপুর কোর্টে। এই লোক আদালত কক্ষে প্রাক- মোকদ্দমা এবং আদালতের মামলা নিষ্পত্তির জন্য জেলা জুড়ে মোট ২১ টি বেঞ্চ গঠন করা হয়েছিল। এবার লোক আদালতে ৯৭০৩টি মামলার মধ্যে মোট ৪২৫০টি মামলা এক দিনেই সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি করা হয়। ৩৮৩২টি আদালত মামলা এবং ৪১৮ টি প্রাক- মোকদ্দমা/ ব্যাঙ্ক মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানা যায়। বীরভূম জেলার সিউড়ী, রামপুরহাট ও বোলপুরে অনুষ্ঠিত লোক আদালতের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত জানালেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ মহম্মদ রুকনুউদ্দীন। উল্লেখ্য আগামী মে মাসে পুনরায় বসবে লোক আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *