শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মানুষের কাছে ডাঃ সুশোভন ব্যানার্জি ছিলেন ভগবান। এক টাকার ডাক্তার হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে দেশে-বিদেশে। গত ২০২২ সালের ২৬ জুলাই ৮৩ বছর বয়সে এই পদ্মশ্রী প্রাপক চিকিৎসক ডাঃ সুশোভন ব্যানার্জি প্রয়াত হন। কিন্তু ডাঃ ব্যানার্জীর প্রয়াণের পর তাঁর প্রতিষ্ঠিত সেই ক্লিনিক থমকে গেছিল। আজ ১৩ ফেব্রুয়ারি “দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল” আগের মতোই ঐ ক্লিনিকে এক টাকায় চিকিৎসা পরিষেবার দেবার দায়িত্ব নেয়। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দায়িত্বভার গ্রহণ করেন করেন দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ড হসপিটাল কর্তৃপক্ষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বোলপুর সাংসদ অসিত মাল, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, হেলথ ওয়ার্ল্ড হসপিটালের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর ডাঃ অরুণাংশু গাঙ্গুলী,ভাইস চেয়ারম্যান ডাঃ অশোক কুমার পরিদা, আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান কবি দত্ত প্রমুখ। হেলথ ওয়ার্ল্ডের পক্ষে ডাঃ অরুনাংশ গাঙ্গুলী সাংবাদিকদের জানান, ডাঃ সুশোভন ব্যানার্জির চিন্তাধারা নিয়ে ওই একই ধারাবাহিকতায় চালানো হবে এই ক্লিনিক। তাঁর আদর্শ বজায় রেখে সেই এক টাকাতেই দেখা হবে রোগী। হেল্থ ওয়ার্ল্ড হসপিটাল এর হাতে আজ এই ক্লিনিকের দায়িত্বভার তুলে দেন ডাঃ সুশোভন ব্যানার্জীর সুযোগ্যা কন্যা মন্দিরা ব্যানার্জি। এই ক্লিনিক চালু হওয়াতে খুবই খুশি স্থানীয় মানুষজন।