উত্তম মণ্ডলঃ
রাজনগর ব্লকের চক তুলসী মৌজায় ফলিত অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট করা হলো। সর্ষের গড় উৎপাদন রাজনগর ব্লকে কতটা হয়েছে, সে বিষয়ে এই এক্সপেরিমেন্ট করা হয়। বীরভূম জেলার উনিশটি ব্লকে এ প্রোগ্রামটি চলছে। এছাড়া বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতির পরিমাণের মাধ্যমে এবং স্যাটেলাইটের মাধ্যমে পরিমাপ করা হয়। উপস্থিত ছিলেন সিউড়ি পরিসংখ্যান দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর হেমন্ত সরকার, রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধক্ষ সুকুমার সাধুসহ বিশিষ্টজনেরা।