শম্ভুনাথ সেনঃ
বীরভূমের খয়রাশোল ব্লকের গীতাভবনের উদ্যোগে অনুষ্ঠিত ৫ দিনের ৩৭ তম “পার্থসারথি মেলা-২০২৩” আজ শেষ হয়েছে। এদিন গীতা মহাযজ্ঞের পূর্ণাহুতি দেখার জন্য হাজার হাজার ভক্তের সমাগম হয়। গীতার শ্লোক এবং বাসুদেবের জয়ধ্বনিতে আন্দোলিত হয় গীতাভবনের আকাশ বাতাস। উল্লেখ্য, ১৩৯৩ বঙ্গাব্দ থেকে গীতা প্রচার কেন্দ্র হিসেবে গীতাভবনের পথচলা শুরু হয়েছে। ১৩৯৪ সন থেকে চলছে অখন্ড হরিনাম। করোনা অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর গত ১০ ফেব্রুয়ারি আশ্রমের পার্থসারথী মঞ্চে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় বিডিও পৃথ্বীশ দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমরচাঁদ কুন্ডু, অধ্যাপক ড. রবিন ঘোষ, খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি প্রমুখ। গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ গীতাভবনের পথ চলার ইতিহাস তুলে ধরেন। বীরভূমে বছরভর অন্তত ২০০ টি মেলা অনুষ্ঠিত হলেও পার্থসারথী মেলা একমাত্র গীতা ভবনে অনুষ্ঠিত হয়। পাঁচদিন ধরেই গীতা আলোচনা, গীতা জয়ন্তী, কীর্তন ও বাউল গান,ধর্মসভা এবং সেই সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা বিকি কিনির সাথে প্রতিদিনই ছিল হাজার হাজার ভক্ত সেবার আয়োজন।