শম্ভুনাথ সেনঃ
শিক্ষা শেষে ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ করতে বিশেষ উদ্যোগ নিল ইলামবাজার গভঃ আইটিআই কলেজ কর্তৃপক্ষ। রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের সহযোগিতায় ১৩ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে “জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ মেলা-২০২৩” এর আয়োজন করা হয়। হিন্দুস্তান ন্যাশনাল গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড,হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, L& T CSDI,মহিন্দ্রা CIE সহ ১৮টি নামী- দামী কোম্পানি এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলাতে ইলামবাজার গভঃ আইটিআই কলেজ সহ অন্যান্য কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ছাত্র-ছাত্রীদের যোগ্যতার নিরিখে এদিন কলেজ ক্যাম্পাস থেকে এই মেলার মাধ্যমে ১৬৪ জনেরও বেশি ছাত্র-ছাত্রী কর্মসংস্থানের সুযোগ পেয়েছে বলে জানিয়েছেন ইলামবাজার আইটিআই কলেজের ট্রেনিং এন্ড প্লেসমেন্ট সেল এর কো-অর্ডিনেটর চন্দন সরকার।এই মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান মালতী বিশ্বাস,স্থানীয় পায়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্যদেব সরকার প্রমুখ। নোডাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি গভঃ আই টি আই কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ ঘোষ। ইলামবাজার আইটিআই কলেজের অধ্যক্ষ নীতু বিশ্বাস সাংবাদিকদের জানান,এই অ্যাপ্রেন্টিসশিপ মেলায় ছাত্র-ছাত্রীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছে ও কাজের সুযোগ পেয়েছে। তাদের সাফল্য দেখে আগামী দিনেও বাকি ছাত্র-ছাত্রীরাও উজ্জীবিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।