খয়রাসোল ব্লক এলাকায় বালি ও কয়লা খনিতে কর্মসংস্থান সহ অন্যান্য দাবিতে বিডিও কে ডেপুটেশন বিজেপির

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারতীয় জনতা পার্টির বীরভূম সাংগঠনিক জেলার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোল ব্লকের দুবরাজপুর ১ নাম্বার ও ২ নাম্বার মন্ডলের কার্যকর্তাগণের উদ্যোগে খয়রাশোল ব্লক এলাকার বেকার যুবক-যুবতী এবং দিনমজুরদের কর্মসংস্থানের দাবী সহ মোট পাঁচ দফা দাবিতে খয়রাশোলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট ডেপুটেশন এবং স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার। এদিন বিভিন্ন ধরনের দাবি দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড হাতে খয়রাসো ল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি এলাকায় পিডিসিএল এর আওতায় দুটি কয়লা খনি চললে ও জনসাধারণ সুযোগ থেকে বঞ্চিত, তৃনমূল কংগ্রেসের ক্যাডাররা সেখানে লুটপাট করে খাচ্ছে। খয়রাসোলে বৈধ অবৈধ বহু বালি খাদান রয়েছে সেখানে মেসিন দিয়ে লোড করা হয় এক্ষেত্রে শ্রমিক দিয়ে লোড করলে বহু মানুষ কাজ পাবে। ওভার লোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার অবস্থা ও সংকটজনক এ সমস্ত বিষয়ে দেখা তথা সমাধানের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির পক্ষ থেকে খয়রাসোল বিডিও র প্রতি হুঁশিয়ারি যে, ৭ থেকে ১৫ দিনের মধ্যে সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সভাপতি সুখময় গড়াই, জেলার সাধারণ সম্পাদক টুটুন নন্দী এবং সম্পাদিকা রিতা পাল, জেলা সম্পাদক সঞ্জীব বাদ্যকর, দুই মণ্ডল সভাপতি গনেশ ঘোষ ও রথিলাল সিংহ, সুকুমার নন্দী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *