শম্ভুনাথ সেনঃ
পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ বক্রেশ্বর। জেলার বুকে অন্যতম শৈবক্ষেত্র। মহাশিবচতুর্দশী উপলক্ষে বক্রেশ্বর সেজে উঠছে অন্য সাজে। উল্লেখ্য, বক্রেশ্বর পর্যটন ক্ষেত্রের উন্নয়নে ২০১৭ সালেই গঠিত হয়েছে “বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ”। বিগত দুবছর করোনা অতিমারির কারণে শিবরাত্রি মেলা তেমনভাবে অনুষ্ঠিত হয়নি। এবার বীরভূম জেলা পরিষদ ও দুবরাজপুর ব্লকের পরিচালনায় অনুষ্ঠিত হবে “শিবরাত্রি মেলা”। সরকারি মঞ্চে অনুষ্ঠিত হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। বাবা শিবের মাথায় জল ঢালতে আগামীকাল হাজার হাজার ভক্তের সমাগম হবে। এরই মধ্যে শিবমন্দির গুলি ফুল ও আলোক মালায় সাজানো হয়েছে। ব্যাঙ্গালোর থেকে আনা হয়েছে ফুলের সজ্জা। সে কথায় বীরভূমের সেরা সাপ্তাহিকী নয়াপ্রজন্মকে জানিয়েছেন বক্রেশ্বর সেবায়েত সমিতির অন্যতম সদস্য, শিক্ষক সন্দীপ চৌধুরী। আজ সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সারিবদ্ধ হয়ে শিবের মাথায় জল ঢেলেছেন বহু পুর্ন্যার্থী। শিবরাত্রি উপলক্ষে আগামীকাল থেকেই সতীপীঠ বক্রেশ্বর থাকবে জমজমাট।