দীপককুমার দাসঃ
পাথরের গাড়ি থেকে ডিসিআরের নামে তোলাবাজির বিরুদ্ধে মহামিছিল করে প্রতিবাদে সামিল হলো বামেরা। বাম কর্মী সর্মথকরা লাল পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়। সিপিআইএমের ডাকা শুক্রবারের মহামিছিলে পা মেলালেন বহু বাম কর্মী সর্মথক। তারা আওয়াজ তুললেন, পাথর বলয়ে রাজস্ব আদায়ের নামে নকল ডিসিআর থেকে প্রতিদিন কোটি টাকার তোলাবাজি বন্ধ করতে হবে। মিছিলের নেতৃত্বে ছিলেন সুজন চক্রবর্তী, গৌতম ঘোষ, শ্যামলী প্রধান, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ। রামপুরহাট সেচপল্লীর মোড় থেকে শুরু হয়ে মূল শহর পরিক্রমা করে পাঁচমাথা মোড়ে এই মহামিছিল শেষ হয়।