
দীপককুমার দাসঃ

প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ১৬ ফেব্রুয়ারী বিকেলে বাসে চড়ে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলো বীরভূম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩৩জন পড়ুয়া। জলপাইগুড়ির বিশ্ব বাংলা ষ্টেডিয়ামে ১৮-১৯ ফেব্রুয়ারি রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বোলপুরে হওয়া জেলা ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রথম স্হান পাওয়া ছাত্র ছাত্রীরা এই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। ১৬ ফেব্রুয়ারী বিকেলে সিউড়ির বিদ্যাসাগর ভবনে খুদে ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান জেলা শাসক বিধান রায় ও প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। এরপর বাসে চেপে ছাত্র ছাত্রীরা রওনা দেয় জলপাইগুড়ির উদ্দেশ্যে।