সেখ ওলি মহম্মদ
আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নায়কপাড়ার পার্কে বজরংবলি মন্দিরে প্রভু রামচন্দ্র ও বজরংবলির পুজো করা হচ্ছে। এই মন্দির বিগত ১৫ বছর আগে অর্ক পাণ্ডে প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকেই এই পুজো হয়ে আসছে। এই পুজোর জন্য কোনো বছরই চাঁদা আদায় করতে হয় না। সমস্ত খরচ মন্দিরের প্রতিষ্ঠাতা অর্ক পাণ্ডে নিজে করেন। আজ রবিবার রাম নবমীর দিনে স্থানীয় পুকুর থেকে বারি আনা হয় এবং পুজো করা হয়। পাশাপাশি যে সমস্ত মহিলারা মানত করে থাকেন তাঁরা পুকুর থেকে দণ্ডি কেটে মন্দির পর্যন্ত আসেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। তিনি জানান, প্রতি বছর এই মন্দিরে মহা সমারোহে পালন করা হয় রাম নবমী। এই উপলক্ষে সন্ধ্যার সময় ভক্তদের প্রসাদ খাওয়ানো হয় এবং রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।