
সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পথ নাটিকার মাধ্যমে মনের রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলছে প্রচার অভিযান। সেইরূপ রবিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের পাঁচড়া উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত স্থানীয় জুনিয়র বেসিক স্কুল সংলগ্ন স্থানে পথ নাটিকা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে মনখারাপ করে থাকা, হতাশা, সবসময় ভয় পাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশন করা ইত্যাদি লক্ষণগুলো দেখা দিলে কি করণীয় তা নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সেই সাথে বলেন যে কোন মানসিক সমস্যা হলে সত্বর ১৪৪১৬ টোল ফ্রি নম্বরে যোগাযোগ বা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ ইত্যাদি জায়গায় কাউন্সিলরদের সাথে যোগাযোগের কথা বলেন। পথ নাটিকায় মা শিশু সহ অভিভাবকদের ডাকা থেকে শুরু করে আয়োজনের ভূমিকায় ছিলেন পাঁচড়া উপস্বাস্থ্য কেন্দ্রের আসা কর্মী প্রান্তিকা চ্যাটার্জী, কল্পনা মন্ডল, কেকা গোস্বামী প্রমুখ। আজকের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান স্থানীয় আসা কর্মী প্রান্তিকা চ্যাটার্জী।