
শম্ভুনাথ সেনঃ

আজ ১৮ ফেব্রুয়ারী শিবচতুর্দশী উৎসব। শিবরাত্রি উপলক্ষে বীরভূম জেলার শৈব ক্ষেত্রগুলিতে অগণিত পুন্যার্থীর ভিড় হয়। শিবের মাথায় জল ঢালতে মা ও মেয়েদের সকাল থেকে লম্বা লাইন চোখে পড়ে। বিশেষ করে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালতে জেলার রামপুরহাটের-ডাবুকেশ্বর, মল্লারপুরে-মল্লেশ্বর, নানুরে-জপেশ্বর, বোলপুরে-কাঞ্চীশ্বর, লাভপুরে-রাখড়েশ্বর, দুবরাজপুরে-পাহাড়েশ্বর, খগেশ্বর, সতীপীঠ বক্রেশ্বর, ময়ূরেশ্বরে মদনেশ্বর জেলার এমন সব শৈবতীর্থ গুলিতেও শিবচতুর্দশী উপলক্ষে ছিল অগণিত পুণ্যার্থীর ভিড়। কোটাসুরে মদনেশ্বর শিবমন্দিরে জল ঢালার ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের পাতায়। সন্ধ্যায় অগণিত মা ও মেয়েরা এখানে লাইন দিয়ে মদনেশ্বর শিবের মাথায় জল ঢালে। এখানে মন্দির চত্বরে “কুন্তীর প্রদীপ” দেখার জন্যও ছিল কৌতুহলী পুণ্যার্থীর ভিড়।