
শম্ভুনাথ সেনঃ
ফের বোমা উদ্ধার বীরভূমে। সম্প্রতি মারগ্রামে বোমা বিস্ফোরণে দুই তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই সতর্ক জেলা পুলিশ প্রশাসন। তার পরই জেলা জুড়ে শুরু হয় তল্লাশি। গতকাল রাত্রে জেলার সদাইপুর থানার তৎপরতায় পুলিশ অভিযান চালিয়ে সদাইপুরের লালমোহনপুর গ্রামের ক্যানেল এর ধার থেকে ৫ ড্রাম তাজা বোমা উদ্ধার করে। ড্রামগুলিতে ৭৫ টির বেশি বোমা মজুত ছিল। আজ ১৯ ফেব্রুয়ারি সকালে সিআইডির বোম্ব ডিসপোজাল টিম এসে বোমা গুলি নিস্ক্রিয় করে বলে সদাইপুর থানা সূত্রে জানানো হয়। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি লালমোহনপুর গ্রামের কলা গাছের বাগান থেকে এক জ্যারিকেন বোমা উদ্ধার করেছিল সদাইপুর থানার পুলিশ। বোমা গুলি কে বা কারা কী উদ্দেশ্যে রেখেছিল সে বিষয়ে পুলিশী তদন্ত শুরু হয়েছে।