বাদল সরকারের শতাব্দীর বীরভূম সফর

বিজয়কুমার দাসঃ

প্রখ্যাত প্রবাদপ্রতিম নাট্যজন বাদল সরকার। তাঁর থিয়েটার মানেই জনগণের থিয়েটার। মিছিল, ভোমা, হট্টমালার ওপারে প্রভৃতি নাটক করে চমকে দিয়েছিলেন। গড়ে তুলেছিলেন শতাব্দী নাট্যদল। তিনি নেই, কিন্তু তাঁর নাট্যদল আছে। তাঁর প্রয়াণের পরেও তাঁর অনুগামীরা শক্ত হাতে হাল ধরেছেন শতাব্দী দলের। ডাক পেলেই এই দল চলে আসেন গ্রাম, শহরে, জেলায়। মাঠে ময়দানে জনতার মাঝখানে পরিবেশিত হয় কখনো ভোমা, কখনো মিছিল, কখনো হট্টমালার ওপারে।
সম্প্রতি ১২ ফেব্রুয়ারি সিউড়ির আত্মজ দলের আহ্বানে জোনাকি অঙ্গনে শতাব্দী পরিবেশন করল “ভোমা” নাটক। সে নাটকে দেশ, কাল, পৃথিবী, জাতীয়, আন্তর্জাতিক নানা ঘটনা যেভাবে উঠে এসেছিল তাতে চমকিত হয়েছেন সেই সন্ধ্যার দর্শকরা। নাট্যজন রজকুমার সাহা নাটক দেখে বলেছেন, বাংলা নাট্যের অনিবার্য নাট্যকার বাদল সরকারের বলিষ্ঠ কলমের আঁচড়ে তৈরি “ভোমা” নাটক সিউড়ির দর্শকদের বোধকে নাড়িয়ে দিয়ে গেল। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নাট্য নির্দেশক উজ্জ্বল হক। চারিদিকে দর্শক। মাঝখানের আয়তক্ষেত্রে শতাব্দীর অভিনেতা অভিনেত্রীরা নিজেদের নিঙড়ে দিয়ে অভিনয় করে গেলেন, জানালেন আত্মজর কর্ণধার মুকুল সিদ্দিকি। এই নাটকের নির্ধারিত তারিখের ঠিক আগে দলের প্রধান অভিনেতা সুমিত বিশ্বাস আচমকা প্রয়াত হন। তবু শতাব্দী দল সিউড়িতে এসে নাটক করে গেল।
জানা গেছে, আত্মজ ও সাঁইথিয়া আসরনাট্যম এর যৌথ ব্যবস্থাপনায় সাঁইথিয়ায় যে প্রতি মাসের থিয়েটার হচ্ছে তাতে দশম পর্যায়ে ২৬ মার্চ সাঁইথিয়ায় খোলা আকাশের নিচে শতাব্দী আবার আসছে সাঁইথিয়ায় “হট্টমালার ওপারে” পরিবেশন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *