নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”। আজ মাতৃভাষা দিবস। আজকের দিনেই ১৯৫২ সালে মাতৃভাষার দাবিতে ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল। শহীদ হন আব্দুল, বরকত, সালাম, জব্বর সহ আরো অনেকে। তাই তাদের স্মরণে আজ দিকে দিকে দিনটি পালিত হচ্ছে । ইউনেস্কো ২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ফেব্রুয়ারী দিনটি স্বীকৃতি দেয়। দুবরাজপুর সত্যানন্দ শিশু ভারতীর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহীদ স্মরণে।শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবিতা, গানে মুখর হয়ে ওঠে এই শোভাযাত্রা । তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনটি পালিত হয়। দুবরাজপুর ব্লকের পন্ডিতপুর কাশিদাস নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে মহাসমারোহে দিনটি পালিত হয়।
বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের “কুখুডিহি আনকমন যুব সংঘ” একুশে ফেব্রুয়ারি দিনটি অন্যভাবে পালন করল। ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজ তাঁরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। ক্লাবের বিভিন্ন সদস্য, সম্পাদক নাজিমুদ্দিন সহ মোট ৩২ জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। তাদের মধ্যে ৮ জন মহিলা। এ তথ্য জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।সিউড়ী সদর হাসপাতালের ব্লাড ব্যাংক সেন্টার এই রক্ত সংগ্রহ করে।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালিত হয়। অনুরূপ বীরভূমের প্রত্যাশা তোমার আমার সবার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সংস্থার ষষ্ঠ বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইলামবাজার অপরাজিতা অনুষ্ঠান ভবনে।শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। বোলপুর সাবডিভিশনাল ব্লাড ব্যাংক থেকে মেডিকেল টিম আসেন এবং শিবিরে মোট ৭৩ ইউনিট রক্ত সংগৃহীত করেন। সিউড়ি সদর হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট মোট ৫০ জনের থ্যালাসেমিয়া টেস্ট করেন। উল্লেখ্য প্রত্যাশার কোর্ডিনেটর এ আর এম পারভেজ এদিন তার জীবনের ৪০ তম স্বেচ্ছা রক্তদান সম্পন্ন করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও জননেতা কাজল শেখ,ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক জসীমউদ্দীন মন্ডল, বোলপুর সাব ডিভিশনাল মাধ্যমিক বোর্ড কনভেনার প্রবাল সামন্ত, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক সহ বহু বিশিষ্টজনেরা। “প্রত্যাশা তোমার আমার সবার” সংস্থার সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান “আমরা প্রতিবছর এই দিনটি বিশেষভাবে পালন করে থাকি। স্বেচ্ছায় রক্তদান সহ নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সংস্থার ছয় বছরে পদার্পণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়াস স্ক্রিনিং শিবিরের আয়োজন করা হয়। ইলামবাজার ব্লক অত্যন্ত থ্যালাসেমিয়া প্রবণ, তাই সকলকে সচেতন করে তোলার জন্য আমরা আগামী দিনে আরো থ্যালাসেমিয়া স্ক্রিনিং এর আয়োজন এবং মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব।