জলপাইগুড়িতে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় বীরভূমের সাফল্য

দীপককুমার দাসঃ

জলপাইগুড়ি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ৩৮তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় বীরভূম জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩৩জন পড়ুয়া অংশ নিয়েছিল। সেই প্রতিযোগিতায় বীরভূম জেলার প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা ব্যাক্তিগত ইভেন্টে তিনটি ও দলগত ইভেন্টে তিনটি পদক লাভ করেছে। নানুর চক্রের রোহিনীপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আসিফ আলফাজ দীর্ঘ লম্ফনে স্বর্ণপদক লাভ করেছে। মহঃ বাজার চক্রের সেকেড্ডা ২নং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সীমরা সুলতানা উচ্চ লম্ফনে স্বর্ণপদক লাভ করেছে। রামপুরহাট পূর্ব চক্রের রাণাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অঙ্কন মন্ডল উচ্চ লম্ফনে ব্রোঞ্জ পদক লাভ করেছে। তিনজনই খ বিভাগে অংশগ্রহণ করেছিল। খ বিভাগে অ্যাথেলেটিক্সে বীরভূম চ্যাম্পিয়ান হয় ও বালক বিভাগে ও শীর্ষ স্থান দখল করে। মার্চ পাষ্টে দলগতভাবে বীরভূম দ্বিতীয় হয়। জলপাইগুড়ি রওনা দেবার সময় খুদে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায় ও বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *