শম্ভুনাথ সেনঃ
সরকারি কর্মচারীদের বকেয়া ডি.এ প্রদান, সরকারি শূন্য পদে অবিলম্বে নিয়োগ সহ অন্যান্য দাবিতে রাজ্যের চারিদিকে চলছে আন্দোলন। সারা রাজ্যে ২০-২১ ফেব্রুয়ারি এই দুদিনের কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মচারী সংগঠন ও যৌথ মঞ্চ। সারা রাজ্যের সাথে বীরভূমের সদর সিউড়ীতে আজ আদালতের কর্মীরা ডি.এ সহ নানা দাবীতে একটি মিছিল করে। উল্লেখ্য, খুব সম্প্রতি সরকারি কর্মীদের ৩ শতাংশ ডি.এ প্রদান করা হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ সিউড়ীতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির তরফে হাতে প্লাকার্ড নিয়ে আদালত কর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে। পাওনা ৩৯ শতাংশ ডি.এ এর পরিবর্তে ৩ শতাংশ ডি.এ ঘোষণায় তা প্রত্যাখ্যান করার দাবি তোলেন আদালত কর্মীরা। আদালত কর্মচারী সমিতির সাধারন সম্পাদক সুবোধ চন্দ্র পাল সেকথা জানিয়েছেন। সরকারি কর্মচারীরা এই দুদিন কর্মবিরতি পালনের ডাক দিলে রাজ্যের অর্থ দপ্তর একটি নির্দেশিকা জারি করে। তা সত্ত্বেও কিভাবে অফিস সময়ে এই আন্দোলন চলে এই প্রশ্নের উত্তরে জেলাশাসক বিধান রায় জানান, “আজ জেলায় সরকারি কর্মচারীদের হাজিরা সন্তোষজনক, আইন শৃংখলার কোনো অবনীত হয়নি। তবে আদালতের কর্মীরা কিভাবে মিছিল করেছেন সেটা বিচার বিভাগের কাছে তিনি জানবেন বলে সাংবাদিকদের জানান।