বীরভূম: শিক্ষকের বেধড়ক মারে রামপুরহাট হাসপাতালে ভর্তি দ্বিতীয় শ্রেণীর ছাত্র, গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শিক্ষককে আজ রামপুরহাট আদালতে তোলা হচ্ছে

শম্ভুনাথ সেনঃ

শিক্ষকের বেধড়ক মারে অসুস্থ দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার চন্ডীপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম সুমিত কুমার দত্ত। তাঁর বাড়ি বীরভূমের রামপুরহাট পুরসভার হাটতলা পাড়ায়।অভিযোগ গতকাল স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্র সৌভিক মন্ডলকে লাঠি দিয়ে মারধর করেন ওই শিক্ষক। শিক্ষকের মারে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকৎসার জন্য ভর্তি করা হয়। এরপরই তারাপীঠ থানায় ওই ছাত্রের বাবা অমিত মণ্ডল ঐ শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে গতকালই গভীর রাতে রামপুরহাটের বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে তারাপীঠ থানার পুলিশ। আজ ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *