
শম্ভুনাথ সেনঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। অন্য আরো ১ জন গুরুতর আহত অবস্থায় রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটে গতকাল ২১ ফেব্রুয়ারি রাত্রি আটটা নাগাদ বীরভূমের মুরারই থানার রাজগ্রাম-মোহনপুর রাস্তায়। এই ৩ জন যুবক মোটরসাইকেলে চেপে রাজগ্রাম থেকে গোপালপুরের দিকে বাড়ি যাচ্ছিল। চার নম্বর এর কাছে একটি পাথর ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মারা যায়, তার নাম সাকির সেখ। বাকি দুজন’কে রামপুরহাট হাসপাতালে পাঠালে রাস্তায় আরো একজন মারা যায়, তার নাম আরিফ শেখ। তাজিমউদ্দিন নামে অন্য আরেক যুবক গুরুতর আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। ৩ যুবকেরই বাড়ি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম গ্রাম পঞ্চায়েতের বড়ুয়া গোপালপুর গ্রাম। এই দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন রাস্তার উপর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। রাত্রি বারোটা পর্যন্ত মৃতদেহ রাস্তায় ফেলে রাখা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ছবি: দিপু মিঞা, মুরারই, বীরভূম